বকশীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আটক-৪

S M Ashraful Azom

বকশীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, আটক-৪

killing of Bakshiganj, the case of detention-4

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৯ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ ৪ জনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়া পাড়া গ্রামের রফিক মাস্টার গংয়ের সাথে একই গ্রামের হজর আলী গংয়ের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার বিকালে বাঁশ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫ জন আহত হয়। গুরতর আহতবস্থায় নজরুল ইসলাম (৪০) নামে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।


নজরুল ইসলাম মারা যাওয়ার ঘটনায় শুক্রবার রাতেই নিহতের ভাই মিষ্টার আলী বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ১৯ জন নামীয় ও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।


মামলা দায়েরের পর থেকে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মনোয়ারা বেগম, সুজন মিয়া, হারুন মিয়া ও হুনুফা বেগম।



বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, আটককৃতদের শনিবার সকালে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top