বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক ও দুঃস্থদের মাঝে সেলাই মেশিন রোববার সকাল ১০ টায় বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চেক ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন।
আরও পড়ুন>>শাহরাস্তিতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অনুদান বেড়েছে ১২ গুণ
অনুষ্ঠানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়র বরাদ্দকৃত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুটি পরিবারকে ২০ হাজার টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দকৃত দুটি সেলাই মেশিন বিতরণ করা হয়।