সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।
২১ এপ্রিল শনিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বকশীগঞ্জ সদর ইউনিয়নের নইম মিয়ার বাজারে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক আবদুল কাইয়ুম।
এসময় বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিন, সিনিয়র যুগ্ন আহবায়ক রকিবুল হাসান বাবুল, বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লেবু, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ, মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলক, মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জজ, উপজেলা ছাত্রদলের সভাপতি রাসেল সরকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম শামীম সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দল, যুবদল , ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>বকশীগঞ্জের মেরুরচরে বিএনপি’র কর্মী সমাবেশ
লিফলেট বিতরণ কালে সাবেক আইজিপি আবদুল কাইয়ুম অবিলম্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন।