রকি সাহা: সারা দেশের ন্যায় চাঁদপুর শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার মধ্য বাংলা ১৪২৫ কে বরন করে নেন।
সকাল ৯ টায় নিউজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় স্কুল ক্যাম্পাস থেকে শুরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয় । উপজেলা নির্বাহী অফিসার হাবিব উল্লাহ মারুফের সভাপতিত্বে আনন্দ শোভাযাত্রার উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর মেয়র জেলা আওয়ামীললীগের সন্মানিত সদস্য হাজী মো: আবদুল লতিফ. শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্য মো: মিজানুর রহমান. উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামুরুজ্জামান মিন্টু. ডাক্তার মানিক লাল মজুমদার. প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির. মেহের ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লা চৌধুরী. উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার. শাহ এনামুল হক কমল. শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো: জাহাংগীর আলম হৃদয় সহ উপজেলা অফিসার. শিক্ষক. সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা।