মো: রুবেল আহমদ, গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় থেকে এবারের জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জাকারিয়া জোবায়ের রাহি ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।
এছাড়াও কালিদাস পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে বৃত্তির গৌরব অর্জন করেছে। সে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কালিদাস পাড়া (ছত্রিশ) গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী জামাল উদ্দিন এবং মাতা গৃহিনী হোছনা বেগম’র ১ম পুত্র। ভবিষ্যতে একজন চিকিৃৎসক হয়ে জনসেবায় নিজেকে নিয়োজিত করতে সকলের কাছে সে দোয়া প্রার্থী। তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গৃহ শিক্ষক, আত্মীয়-স্বজন ও পিতা মাতার কাছে কৃতজ্ঞ।