রুবেল আহমেদ: "স্বার্থ নয় ত্যাগই আমাদের ধর্ম, শিক্ষা সেবা উন্নয়ন আমাদের সফলতা" এই স্লোগান কে সামনে রেখে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন স্বেচ্ছা সেবক পাঠশালা'র ঢাকা শাখার আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার ঢাকার উত্তরায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক অালোচনা সভার মধ্য দিয়ে সংগঠনের ঢাকা শাখার আত্মপ্রকাশ ঘঠে।
নুরুল আমিন ইমনের সভাপতিত্বে ও সুফিয়ান আহমদ চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ রাশেদ, মোঃ মনির হোসেন, কামরুল হাসান রাজু, মোঃ জাহিদ হোসেন জনি, রবিউল হাসান, মোহাম্মেদ রানা, মোঃ ফিরোজ হাওলাদার, মোহাম্মেদ শিমুল।
এদিকে উক্ত সভায় নুরুল আমিন (ইমন)কে প্রতিষ্টাতা সভাপতি ও মোহাম্মদ জামাল উদ্দিনকে বর্তমান সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছা সেবক পাঠশালার ঢাকা শাখার পরিচালনা কমিটি করা হয়।
পরিচালনা কমিটির অন্যান্যরা হলেন সাধারণ সম্পাদক সুফিয়ান আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হোসেন জনি, সহ-প্রচার সম্পাদক রবিউল হাসান, অর্থ সম্পাদক মোহাম্মেদ রানা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার, সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মেদ শিমুল।