গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে মাটি ভর্তি একটি ট্রলী থেকে পড়ে উপজেলার দুকুড়ীপাড়া গ্রামের লোকমান আলীর পুত্র সিরাজুল ইসলাম বাবু (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মাটি ভর্তি ট্রলীতে উঠতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।সিরাজুল ইসলাম সকাল থেকেই বাড়ীর কাজের জন্য একটি ট্রলী ভাড়া নিয়ে পার্শ্বের মাঠ থেকে মাটি কেটে বাড়ী নেয়ার কাজ করছিল মাটি ভর্তি ট্রলীতে তড়ি ঘড়ি করে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে বুকের বাম পাশে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে লোকজন তাকে সেখান থেকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে এলে কর্তবরত চিকিৎসক সিরাজুলকে মৃত ঘোষনা করেন। মৃত সিরাজুলের আতœীয় স্বজনের আর্তনাতে মহুর্তে হাসপাতাল এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।