`সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শনের আহ্বান : জাতিসংঘ মহাসচিব

Seba Hot News
`সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শনের আহ্বান : জাতিসংঘ মহাসচিব
সেবা ডেস্ক: - জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতারেস সিরিয়া ইস্যুতে সংযম প্রদর্শন ও শান্ত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। সিরিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেনের হামলার পর পরিস্থিতির অবনতি ও এর প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানালেন। খবর এএফপি’র।
 
সিরিয়ায় পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে, এমন কাজ থেকে বিরত থাকার জন্য সকল পক্ষের প্রতি আহ্বান জানান তিনি। এই হামলার কারণে গুতারেস তার পূর্ব নির্ধারিত সৌদি আরব সফর বিলম্বিত করেন।
 
এক বিবৃতিতে তিনি, এই বিপজ্জনক পরিস্থিতিতে সকল সদস্য রাষ্ট্রের প্রতি শান্ত থাকার ও সিরিয়ার সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়িয়ে দিতে পারে এবং পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে, এমন যে কোন কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। এএফপি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top