ভারতীয় সিনেমা-সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয়: মুখ্যমন্ত্রী মমতা

Seba Hot News
ভারতীয় সিনেমা-সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয়: মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়’
সেবা ডেস্ক: -  ভারতীয়  সিনেমা এবং সিরিয়ালের  কারণে সামাজিক অবক্ষয় বাড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ মন্তব্য করেছেন।  শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের কেবল অপারেটর ও এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।

বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, সামাজিক গল্প করুন বেশি বেশি করে। এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?
সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দোপাধ্যায় বলেন, একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই।

 একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মাধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামাজিক অবক্ষয় ঘটছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top