শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের উদ্ভোধন।
রকি সাহাঃ গত ৭ এপ্রিল শনিবার সকাল ১০ টায় বর্তমান সরকারের ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শাহরাস্তি উপজেলাস্থ টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল ক্যাম্পাসের শুভ উদ্ভোধন করা হয়।
বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী দেশরত্ব শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও হাজীগঞ্জ - শাহরাস্তি ২৬৪ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর অব: রফিকুল ইসলাম বীর উত্তম এর দিক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: জাকির হোসেন পাটোয়ারী.
উদ্বোধন কালে কমিটির অন্যান্য সদস্যবৃন্ধ ও প্রধান শিক্ষক সহ সকল সহকারী শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন।
এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এখন থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথা শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা এবং অনুপস্থিতির তথ্য অভিভাবককে এস.এম.এস এর মাধ্যমে প্রেরন, বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম, ডিজিটাল আইডিকার্ড, আভ্যন্তরিন সকল পরীক্ষার ফলাফল, প্রগ্রেস রিপোর্ট, বেতন আদায়, ক্লাস রুটিন ও পরীক্ষার রুটিন, একাডেমিক ক্যালেন্ডার এবং প্রতিষ্ঠানের আয়-ব্যায়ের হিসাবসহ সকল কার্যক্রম এখন সফ্টওয়্যারের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে।
কারিগরি সহযোগীতায় নেটিজেন আইটি লিমিটেড।