গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহার উপজেলার বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির মেধাবী ছাত্র মিনহাজুল হক চলতি বছরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৮ উপজেলা, জেলা, বিভাগে শ্রেষ্ঠ কাব শিশুর কৃতিত্ব অর্জন ও জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিত কাব শিশু প্রতিযোগীতায় অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সে লক্ষে সাপাহার উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর মেধাবী ছাত্র মিনহাজুল হক এর এগিয়ে চলা তার স্বপ্ন ছিল সে তার সবোর্চ্চ মেধা দিয়ে সাপাহার ও নওগাঁ জেলাকে বাংলাদের সবোর্চ্চ গৌরবের স্থানে বসাতে আজ তার স্বপ্ন পূরণ হতে চলেছে এবং গত ২ ও ৩ এপ্রিল রাজধানী ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেখানে কাব শিশু প্রতিযোগীতায় অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী,প্রাথমিক গণশিক্ষা সচিব,ও প্রাথমিক অধিদপ্তর মহাপরিচালকের হাত থেকে পুরস্কার গ্রহণ করে বলে জানান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম এবং তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
আরও পড়ুন>>শুষ্ক মৌসুমের শুরুতেই পানীয়জলের সংকট: বাঁশখালীতে জনজীবন চরম বিপর্যয়ে!
মিনহাজুল হক কৃতিত্ব অর্জন করায় বাংলাদেশ স্কাউটস সাপাহার উপজেলা শাখার পক্ষ থেকে তাকে ১৮ এপ্রিল সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার এর সভা কক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম এবং স্কাউটস নেতৃবৃন্দ।
উপস্থিত অতিথিরা জানান জাতীয় পর্যায়ে ২য় স্থান অধিকার করায় নওগাঁ জেলা তথা সাপাহার উপজেলা,সাপহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিতা মাতার মুখ উজ্বল করেছে।
আরও পড়ুন>>হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি মানুষ নৌকার মাঝির পরিবর্তন চায়
মেধাবী ছাত্র সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিরুল হক ও আলিফনুর খাতুনের এর প্রথম সন্তান তার বাবা-মা সন্তানের জন্য দেশ বাশীর কাছে দোয়া চেয়েছে সামনে যেন আরো ভালো কিছু করতে পারে।