মা-বাবার স্বপ্ন গুলো রওজা সাবরিনের উৎসাহের উৎস

S M Ashraful Azom
Raoja dreams are a source of encouragement parents sabarinera

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: মা-বাবার দেওয়া বিভিন্ন সময় বিভিন্ন কথা তার উৎসাহের উৎস হয়ে দাঁড়িয়েছে,তাই জীবনের চলার পথে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে। ঠিক তেমনি ভাবে স্বপ্ন দেখছেন নওগাঁর সাপাহার উপজেলার রওজা সাবরিন সে এবার প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় কৃতিত্বের সাথে বিভাগীয় শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ ৫ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তার স্বপ্ন সে বড় হয়ে ডাক্তার হবে অসহায় মানুষের সেবা করবে।বড় হয়ে সে তার বাবা-মায়ের ইচ্ছে পূরনের জন্য মেডিকেলে পড়তে চায়।

রওজা সাবরিনের বাবা বোরহান উদ্দীন পলাশবাড়ি মাদ্রাসার  প্রভাষক ও মা সাবিয়া সুলতানা সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার বাবা মা সকলের কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top