অগ্নিদগ্ধ গৃহবধুর পাশে রফিকুল ইসলাম বীর উত্তম এমপি
রকি সাহা : আগুনে জ্বলসে যাওয়া গৃহবধু মুন্নিকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মুন্নির শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন এবং আত্মীয় স্বজনের সাথে কথা বলেন। এ সময় অগ্নিদগ্ধ গৃহবধুর মা লাইলি বেগমকে সান্তনা দিয়ে তিনি বলেন, আজ থেকে মুন্নি আর একা নয়! আমরাও আছি তার পাশে। এখন থেকে মুন্নির চিকিৎসা জনিত সকল ব্যয়সহ চিকিৎসার দেখভাল আমিই করবো।
জানা যায়, মুন্নির সু-চিকিৎসার লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার ডাঃ মোঃ নাসির উদ্দিনের সাথে আলোচনা করেন এবং বার্ন ইউনিটের প্রধানের সাথে কথা বলে মুন্নির চিকিৎসা ও শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন। খোঁজ-খবর শেষে দগ্ধ মুন্নির পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন তিনি।