রকি সাহা: কাল বৈশাখী ঝড়ে শাহরাস্তি উপজেলাস্থ উয়ারুক রহমানিয়া নুরিয়া সুন্নিয়া মাদ্রাসাটির আসবাবপত্র, টিনের চালা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ.ম.হ নাজমুল হুদা।
তিনি বলেন এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম মতিউর রহমান এলাকার শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই ১৯৯৫ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
এই মাদ্রাসা থেকে পরিক্ষায় অংশ নিয়ে দাখিলে শতভাগ. পিএসসি তে শতভাগ ও জেএসসি তে ৯৭.২২ শিক্ষার্থী পাস করেন। শিক্ষক সংখ্যা- ১১ জন, শিক্ষার্থী- ৪২৯ জন। কর্মচারী - ৩ জন।
ক্লাশ রুম সংকট, আসবাবপত্র সংকট , পাকা কোন ভবন নেই এর উপরে কাল বৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে সকল কিছু। আমরা চাই সরকারি ভাবেও সহায়তা করা হলে এই এলাকার শিক্ষার আলো ছড়িয়ে পড়বে।