সেবা ডেস্ক:
-আইপিএলের ২৩তম ম্যাচে আজ রাত সাড়ে আটটায় মুখোমুখি সাকিবের সানরাইর্জাস
হায়দরাবাদ এবং মোস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ানস । দুই দলের সর্বশেষ সাক্ষাতে
হায়দরাবাদ শেষ বলে ১ উইকেটে জয়লাভ করে ।
এইমুহূর্তে হায়দরাবাদ পয়েন্ট টেবিলে ৪ নাম্বারে রয়েছে । তারা ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ২ ম্যাচ হেড়েছে । সাকিবের দল প্রথম তিন ম্যাচ জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচ হেড়েছে । অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই । ৫ ম্যাচে ৪টিতে হেড়ে তারা পয়েন্ট টেবিলে ৬ নাম্বারে রয়েছে । মুম্বাই ৪টি ম্যাচ শেষ ওভারে গিয়ে হেড়েছে।
তবে আজকের ম্যাচে সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। মূলত দলের ব্যাটিং শক্তি বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ টিম ম্যানেজম্যান্ট । এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসপিএনক্রিকইনফো ।
শুধু সাকিব নয় এ ম্যাচে ইনজুরির কারণে খেলা হচ্ছে না পেসার ভুবনেশ্বর কুমারের । তবে দলটির জন্য সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ওপেনার শিখর ধাওয়ান।
বাংলাদেশি অলরাউন্ডার হায়দরাবাদের হয়ে এ মৌসুমে সবকটি ম্যাচ খেলেছেন । ৫ ম্যাচে বোলিং এ ৫ উইকেট ও ব্যাট হাতে ৮৭ রান করেছেন। আজকের ম্যাচে সাকিব না খেললে বাংলাদেশি দর্শকদের কাছে এ ম্যাচটি অনেকটাই বিনোদন হারাবে ।
এইমুহূর্তে হায়দরাবাদ পয়েন্ট টেবিলে ৪ নাম্বারে রয়েছে । তারা ৫ ম্যাচে ৩ জয়ের বিপরীতে ২ ম্যাচ হেড়েছে । সাকিবের দল প্রথম তিন ম্যাচ জয় দিয়ে শুরু করলেও শেষ দুই ম্যাচ হেড়েছে । অপরদিকে মুম্বাই ইন্ডিয়ানস পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই । ৫ ম্যাচে ৪টিতে হেড়ে তারা পয়েন্ট টেবিলে ৬ নাম্বারে রয়েছে । মুম্বাই ৪টি ম্যাচ শেষ ওভারে গিয়ে হেড়েছে।
তবে আজকের ম্যাচে সাকিবের পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস। মূলত দলের ব্যাটিং শক্তি বাড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ টিম ম্যানেজম্যান্ট । এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে ইসপিএনক্রিকইনফো ।
শুধু সাকিব নয় এ ম্যাচে ইনজুরির কারণে খেলা হচ্ছে না পেসার ভুবনেশ্বর কুমারের । তবে দলটির জন্য সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন ওপেনার শিখর ধাওয়ান।
বাংলাদেশি অলরাউন্ডার হায়দরাবাদের হয়ে এ মৌসুমে সবকটি ম্যাচ খেলেছেন । ৫ ম্যাচে বোলিং এ ৫ উইকেট ও ব্যাট হাতে ৮৭ রান করেছেন। আজকের ম্যাচে সাকিব না খেললে বাংলাদেশি দর্শকদের কাছে এ ম্যাচটি অনেকটাই বিনোদন হারাবে ।