মার্ক জাকারবার্গের পদত্যাগ দাবী: ফেসবুক শেয়ারহোল্ডার
সেবা ডেস্ক: সাম্প্রতিক ফেসবুকের তথ্যচুরির কেলেঙ্কারির ঘটনায় ফেসবুকের শেয়ারের মূল্য অনেক হারে পতন ঘটেছে। বিশ্বের অনেক দেশেই ফেসবুকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যার ফলে কয়েকজন শেয়ারহোল্ডার ফেসবুকের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও সিইও মার্ক জাকারবার্গের পদত্যাগ দাবি করেছেন।
আসলে মার্ক জাকারবার্গ সামাজিক যোগাযোগ এর মাধ্যম ফেসবুক এর চেয়ারম্যান থাকুক, তা অনেক শেয়ারহোল্ডারই চাচ্ছেনা।
সাম্প্রতিক বিভিন্ন গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, মার্ক জাকারবার্গ কে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। ফেসবুকের চারটি শেয়ার-হোল্ডার গ্রুপের দাবি, কোনো কোম্পানির সাফল্য নির্ভর করে তার সিইও এবং বোর্ড পরিচালকাদের মধ্যে ক্ষমতার সামঞ্জস্যের উপর। কিন্তু মার্ক জাকারবার্গের কারণে শেয়ারহোল্ডারদের হাতে তেমন কোনো ক্ষমতাই থাকছে না।
বোর্ডের অন্য সদস্যরা মার্ক জাকারবার্গ এর পরিবর্তে একজন স্বাধীন সিইও চাচ্ছেন। কারণ হিসেবে তারা বলছেন, সিইও এবং বোর্ডের প্রধান পদে চেয়ার দখল রয়েছেন একই ব্যক্তি। তাই মার্ক জাকারবার্গের হস্তক্ষেপে শেয়ার হোল্ডারদের হাতে কোনও ক্ষমতা থাকছে না। কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না মার্ক জাকারবার্গ কে। আর সেই কারণেই একজন স্বাধীন চেয়ারম্যানের দাবি তুলেছেন শেয়ারহোল্ডাররা।