বকশীগঞ্জে জমি সংক্রান্ত সংর্ঘষে নিহত-১, আহত ২৫
সেবা ডেস্ক: ৬ এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ এর জেরে সংঘর্ষ বেধে নজরুল (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। উভয় পক্ষের আহত হয়েছে অন্তত ২৫ জন।
শুক্রবার বিকাল ৪টার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, ভাটিয়াপাড়া গ্রামের রফিক মাস্টারের সাথে একই গ্রামের হজর আলীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ৬ এপ্রিল শুক্রবার বিকাল ৪টার দিকে হজর আলীর লোকজন বিরোধপুর্ন জমিতে একটি বাশ কাটতে গেলে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে।
আরও পড়ুন>> নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত
সংর্ঘষে উভয় পক্ষের অন্তত ২৫জন আহত হয়েছে। আহতদের মধ্যে নজরুল (৪৫) মনোয়ার (২৫) তাসলিমা (২৫), জহিরন (২৭), মফিজুল (৫৫), বাবুল মিয়া (৪০), জহুরা (২৮), মনির (৩২) কে গুরুত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে নজরুল মারা যায়।
বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছেন।