সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টায় মালিবাগ মোড়ে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মনিরুজ্জামান মনির, মো. জাহিদুল ইসলাম পলাশ, এসএম ওয়াহিদুর রহমান নিলু প্রমুখ।
আরও পড়ুন>>আরও একটি ভূয়া খবর: হচ্ছে পরীক্ষার ফল পরিবর্তন
মানববন্ধনে মুক্তিযোদ্ধাদের সন্তান ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা অংশ গ্রহন করেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
তারা অবিলম্বে সরকারি চাকরিতে ৩০ শতাংশ কোটা বহালের দাবি জানিয়েছেন ।