বকশিগঞ্জ প্রতিনিধি: ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৮ তাৎপর্য নিয়ে বকশিগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল বকশিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেছেন বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান সিদ্দিক। আলোচনায় অংশ নিয়েছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা হিসাব রক্ষন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আমিনুল হক, বকশিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সুলতান মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার অফিসার মোহাম্মদ আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আফতাব উদ্দিন, ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ মহির উদ্দিন, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ।