শিক্ষার্থীর পাশে হাসিমুখ ফাউন্ডেশন
|
গরীব মেধাবীদের মুখে হাসি ফুটাতে এই প্রয়াস চালিয়ে যাচ্ছেন 'প্রিয় বাঁশখালী'র সম্পাদক ও হাসিমুখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী শাহরিয়ার ও প্রতিষ্ঠাতা সহযোগী এস এম জসীম উদ্দীন, শিব্বির আহমদ রানা, গাজী কাইচার বিপ্লব, রাসেল চৌধুরী, সিহাব উদ্দীন, কাজী খুররাম প্রমূখ।
কাজের ধরণ ও লক্ষ্য উদ্দেশ্য কি জানতে চাইলে অন্যতম সহযোগী প্রতিষ্ঠাতা এস এম জসীম উদ্দীন জানান, 'এমন সব শিক্ষার্থী যাদের অনেকের বাবা-মা মারা গেছে, প্রখর রৌদ্দুরে ছায়া হয়ে যার থাকার কথা সেই বাবা-মা যখন নেই সেখানে ভবিষ্যতের স্বপ্ন দেখা বৃথা অনেকের। স্বপ্নীল পথে যাদের থমকে যায় স্বপ্ন গুলো, হিমশিম খেতে হয় শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী যোগাড় করতে ঠিক সে সময় সেই আগ্রহকে সম্মান জানিয়ে 'হাসিমুখ ফাউন্ডেশন' দায়িত্ব নিচ্ছে প্রতি শিক্ষার্থীর এবং সমস্ত শিক্ষা উপকরণ দিয়ে সার্বিক সহযোগীতা দিতে কাজ করে যাচ্ছে।'
সে ধারাবাহিকতায় শিক্ষার্থীদের উৎসাহ দিতে হাসিমুখ ফাউন্ডেশন গত শুক্রবার (৬ মার্চ) বাঁশখালীর ৪নং বাহারচরা ইউনিয়নে 'বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সারা মাসের যাবতীয় শিক্ষা উপকরণ প্রদান করেছে। পাশে থাকার প্রত্যয়ে উপহার স্বরুপ 'হাসিমুখ ফাউন্ডেশন' দিয়ে যাচ্ছে খাতা, কলম, পেন্সিল, স্কেল, স্টেপলার, ক্যালকুলেটর, উড বোর্ড, ইরেজার, সার্পনার, জ্যামিতি বক্স, কলম দানি, মার্কার, পেন্সিল বক্স, হ্যান্ড পার্স, স্কস্ট্যাপ, এক্সাম ফাইল,ক্যালকুলেটর, ডায়েরি,ব্যাগ, স্কুল ড্রেস সহ প্রয়োজনীয় সামগ্রী। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী শাহরিয়ার, গাজী কাইচার বিপ্লব, শিব্বির আহমদ রানা,শিহাব উদ্দীন, বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কাঞ্চন গুপ্ত, পশ্চিম বাঁশখালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহাঙ্গির আলম, ইমাম হোছাইন, মো. কামরুল ইসলাম নাছিম,মাইন উদ্দীন,ওসমান, জোবায়ের, কুলসুমা আক্তার কুমকুম সহ আরো অনেকে। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে প্রতি মাসের সব শিক্ষা সামগ্রী এসএসসি পর্যন্ত দিয়ে যাবে হাসিমুখ ফাউন্ডেশন এমনটাই জানালেন ফাউন্ডেশনের অন্যতম সহযোগী গাজী কাইছার বিপ্লব ।
তিনি আরো জানান বাহারছড়া ইউনিয়নের ১১ জন সহ সর্বমোট ৩৩ শিক্ষার্থীকে এর মধ্যে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে হাসিমুখ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের ইউনিয়ন সমন্বয় কমিটির সদস্য সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। অনেকেই হাসিমুখ ফাউন্ডেশনের মহৎ কার্যক্রমের প্রশংসা করেন। ফাউন্ডেশনের উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা ও অার্তের সেবায় ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানান তারা।