সেবা ডেস্ক:
- সৌদি আরবের ইয়েমেন সীমান্তে বন্দুকধারীদের হামলায় অন্তত চার নিরাপত্তা
কর্মী নিহত এবং চারজন আহত হয়েছে। এ ছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে এক
বন্দুকধারীও নিহত হয়েছে। সেইসঙ্গে দুই বন্দুকধারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ ঘটনা ঘটে। সৌদি সরকার নিয়ন্ত্রিত আল-আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-আরাবিয়া টিভি টুইটারে এ কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, আসির প্রদেশের সঙ্গে ইয়েমেনের সীমান্ত রয়েছে। দেশটিতে বিগত তিন বছর ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে ওই যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নয়।
বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে এ ঘটনা ঘটে। সৌদি সরকার নিয়ন্ত্রিত আল-আরাবিয়া টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-আরাবিয়া টিভি টুইটারে এ কথা জানিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।
প্রসঙ্গত, আসির প্রদেশের সঙ্গে ইয়েমেনের সীমান্ত রয়েছে। দেশটিতে বিগত তিন বছর ধরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে ওই যুদ্ধের কোনো সম্পর্ক আছে কি না তা নিশ্চিত নয়।