শ্রীবরদীতে মোবাইল ফোন পাওয়ায় চার পরীক্ষার্থী বহিস্কার
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শ্রীবরদীতে এইচ.এস.সি ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে চার পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। শ্রীবরদীর সরকারি কলেজ কেন্দ্রের ভেন্যু কেন্দ্র আয়শা আইন উদ্দিন মহিলা কলেজে ওই চার পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়।
বহিস্কারকৃতরা হলেন রিমা আহম্মেদ রোল ৪৭৫০৫১, সাইফুল ইসলাম রোল ৪৭৫০৫৯, ইয়াকুব আলী রোল ৪৭৫০৮৪, নিজাম উদ্দিন রোল ৬০৬১২১। সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার পাল বহিস্কারের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
-