চাঁদপুর প্রতিনিধিঃ ১৩ এপ্রিল বিকেলে শাহরাস্তি উপজেলার দৈয়ারা গ্রামে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান বলেছেন, দলকে সুসংগঠিত করতে হবে। কাউকে আঘাত করার জন্যে বলছি না, শাহরাস্তি-হাজীগঞ্জের প্রতিটি মানুষ পরিবর্তন চায়। সেটা নৌকার পরিবর্তন নয়, নৌকার মাঝির পরিবর্তন। নৌকার বিকল্প চাঁদপুর-৫ আসনে আসবে না।
মনোনয়নের বিষয়ে তিনি বলেন, ২০০৮ সালে যখন জনগণের কাছে এসেছিলাম, তখন জনগণ আমায় দেখে মনে করতো হাসিম মাস্টারের ছেলে নৌকা নিয়ে এসেছে। এবার প্রকৃত অর্থেই হাসিম মাস্টারের ছেলে নৌকা নিয়ে আসবে।
আরও পড়ুন>>শাহরাস্তির জনগুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ একনেকে অনুমোদন
আওয়ামী লীগ নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে ও তাঁতীলীগ নেতা আঃ করিমের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা হুমায়ূন কবির মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন তুষার ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান।