স্টাফ রিপোর্টার: জামালপুরের বকশীগঞ্জে ২০১৭-২০১৮ অর্থ বছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) বাস্তবায়ন নিয়ে স্থানীয় মৎস্য চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২ টায় পৌর এলাকার মালিরচর হাজী পাড়া গ্রামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক হামিদুর রহমানের সভাপতিত্বে অনষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উদ্বোদক হিসেবে ছিলেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা ড.মো. আবদুল মজিদ।
বকশীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শরীফা আক্তারের সঞ্চলানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসময় বক্তৃতা করেন পৌর আওয়ামী লীগের আহবায়ক আবদুল হামিদ, উপজেলা পরিষদের সদস্য শান্তি বেগম, স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি ( লিফ ) সেলিম রেজা , মৎস্য চাষী আশরাফুল ইসলাম শাহীন।
আরও পড়ুন>>বকশীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা
মতবিনিময় সভায় মাঠ পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প নিয়ে সার্বিক আলোচনা করা হয়। একই সাথে মৎস্য চাষীদের মাছে উদ্বুদ্ধ করা ও তাদেরকে সহযোগিতা করার কথা জানিয়েছেন।