রকি সাহা: ১০ই এপ্রিল শাহরাস্তিতে দৈনিক চাঁদপুর কণ্ঠের পাঞ্জেরী ১০ তম বিতর্ক ২০১৮ উপলক্ষে মঙ্গলবার সকাল ৮ টায় র্যালি ও বিতর্ক অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ বারের বিতর্ক প্রতিযোগিতায় প্রাইমারি, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রথম পর্বের বিতর্ক পরিচালনা করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক সিকেডিএফ ও সিডিএ এর সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক কাজী শাহাদাত সুচিপাড়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক দৈনিক চাঁদপুর কণ্ঠের বিশেষ প্রতিনিধি মো. আবুল কালাম আযাদের সভাপতিত্বে
বিতর্কের শুভ উদ্ভোদন করেন সুচিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী শ্রেষ্ঠ বিতর্ক পুরুস্কার প্রাপ্ত খাদিজা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট ইলিয়াস মিন্টু, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক মো. আহসান উল্লা প্রমুখ ।
২য় পর্বে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার পূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, দৈনিক চাঁদপুর কণ্ঠের শাহরাস্তি অফিস ইনচার্জ মইনুল ইসলাম কাজলের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিব উল্লা মারুফ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লা চৈীধুরী , মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী শাম্মিনাজ আলম, শাহরাস্তি প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক চৈীধুরী, সাবেক পৌর মেয়র থানা বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা কামাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মেহের ডিগ্রি কলেজের অধ্যাপক কবিরুল ইসলাম মজুমদার, শেখ বেলায়েত হোসেন সেলিম, দৈনিক চাঁদপুর কণ্ঠের সৌদি আরব প্রতিনিধি শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ও নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, দৈনিক চাঁদপুর কণ্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, সাংবাদিক রফিকুল ইসলাম পাটোয়ারি সহ সামাজিক, রাজনিতিক, সাংবাদিক, শিক্ষক, অভিবাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সিকেডিএফ ও সিডিএ পাঞ্জেরী বিতর্কের সাধারণ সম্পাদক রাজন চন্দ্র দে, মো. আরিফুর রহমান, মাহমুদা খানম, রাজিয়া বেগম, নাজমা আক্তার ।