সিলেটের বিয়ানীবাজারে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, অাহত ১

S M Ashraful Azom

সিলেটের বিয়ানীবাজারে সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, অাহত ১

CNG-workers-clash-in-Beanibazar-Sylhet

বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার কনকলস নামক স্থানে দুই সিএনজি ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি কেন্দ্র করে সংঘর্ষের খবর পাওয়া গেছে । 

জানাযায়, দুই সিএনজি ড্রাইভারের কথা কাটাকাটিকে কেন্দ্র করে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়ন ও অালীনগর ইউনিয়ন সিএনজি ড্রাইভারদের মধ্যে শুরু হয় তুমুল সংঘর্ষ।

সংঘর্ষের খবর শুনে বিয়ানীবাজার থানা পুলিশ ও চারখাই পুলিশ ফাড়ি দায়িত্বশীলরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে অানেন।


এদিকে সংঘর্ষের খবর শুনে চারখাই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ অালী ও আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ ছুটে অাসেন ঘটনাস্থলে। অাহত হন চারখাই ইউনিয়নের সিএনজি ড্রাইভার ময়নুল ইসলাম।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top