বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি'র বাসায় চুরি!
সূত্রমতে, বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল উপজেলা ও পৌরসদরে অবস্থিত উপজেলা ভূমি অফিসের সামনে জনৈক মঞ্জুর কোম্পানীর বিল্ডিংয়ের ৩য় তলা ভাড়ায় থাকতেন। দুপুরেও তিনি বাসায় গিয়ে প্রয়োজনীয় কাজ সেরে অফিসে এসে অফিস শেষে (১১ এপ্রিল বুধবার) সন্ধ্যায় সাড়ে ৭ টায় যখন বাসায় যান তখন দেখা যায় তার বাসার দরজা খোলা। চোখে পড়ে সরকারি ট্যাব, ঘড়ি ও টাকাসহ প্রয়োজনীয় কাপড় চোপড় ও কাগজপত্র গুলো এলোমেলো অবস্থায়।
এ ব্যাপারে তিনি জানান, এই বিল্ডিংয়ে আমিসহ কয়েকজন ভাড়াটিয়া রয়েছেন। আমি দুপুরে কাজ সেরে অফিসে গিয়ে রাতে এসে দেখি আমার রুমের দরজা খোলা এবং আমার ব্যবহৃত সরকারি ট্যাব, ঘড়ি ও টাকা নিয়ে গেছে চোরের দল।
তিনি এ ব্যাপারে বাঁশখালী থানা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছেন এবং আগামীকাল এ ব্যাপারে সাধারণ ডায়েরিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। উল্লেখ্য, বিগত কিছুদিন আগে উপজেলা ভূমি অফিসের তালা কেটে ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গিয়েছিল চোরের দল।