সেবা ডেস্ক: গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সুজন- সুশাসনের জন্য নাগরিক ও পিচ প্রেসার গ্রুপ (পিপিজি)’র উদ্যোগে বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উদ্যাপন করা হয়েছে।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বর্ষবরণকে কেন্দ্র করে রবিবার সকাল সাড়ে ৮টায় সাপাহার প্রেসক্লাব চত্ত্বর হতে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে বাঙালীর ঐতিহ্য পান্তাভাতের আয়োজনে,উক্ত মঙ্গল শোভাযাত্রা ও পান্তা ভাতের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল আলম, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মতিউর রহমান,কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মনির হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোলাইমান আলী, বিআরডিবি কর্মকর্তা সাজ্জাদ হোসেন, দি-হাঙ্গার প্রজেক্টের নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীন, ইউনিয়ন সমন্বয়কারী, খাইরুল আলম, হারুনুর রশিদ, সাপাহার উপজেলার সুজন সভাপতি সাংবাদিক তছলিম উদ্দীন, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম হোসেন, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাপ খন্দকার, পিচ এম্বাসিডর সাংবাদিক নয়ন বাবু, মনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক প্রদীপ সাহা,সাংবাদিক কামরুল ইসলাম,সাংবাদিক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
-