বকশীগঞ্জের মেরুরচরে বিএনপি’র কর্মী সমাবেশ

S M Ashraful Azom
Bakshiganj upazila of the district of Mirrorch Union BNP workers

আফজাল শরীফ, বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে শুক্রবার বিকালে মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেরুরচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশের সভাপতি মেরুরচর ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর আলম পুলকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্ঠা সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাইয়ুম।


আরও পড়ুন>>আসছে রমজান মাসে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখবে সরকার
মেরুরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিবজুলফিকার আলী ভূট্টোর সঞ্চালনায় কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বকশীগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন।


আরও পড়ুন>>আরও একটি ভূয়া খবর: হচ্ছে পরীক্ষার ফল পরিবর্তন
অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী,যুগ্ন আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান উজ্জল,যুগ্ম আহবায়ক ময়ান আলী,পৌর বিএনপির আহবায়ক হাফিজুর রহমান ফিরোজ,সদস্য সচিব আবদুল্লাহ আল সাফী লিপন, যুগ্ন আহবায়ক আল আমিন বিদ্যুৎ,যুগ্ন আহবায়ক গোলাম রব্বানী বানী,উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন মনির, পৌর যুবদলের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন জজ, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদলের সভাপতি এস এম রাসেল, সাধারণ সম্পাদক জুবাইদুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ডা. মোঃ সোহরাব সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরও পড়ুন>>সাপাহারে প্রান্তিক ক্ষুদ্র চাষীদের মাঝে প্রনোদনার সার ও বীজ বিতরণ
কর্মী সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক ফখরুজ্জামান মতিন বলেন গ্রিন সিগন্যাল নিয়ে মাঠে নেমেছেন সাবেক আইজিপি আবদুল কাইয়ুম। তিনিই জামালপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী। তাই দলীয় কোন্দল নিরসন করে এক হয়ে ধানের শীষের প্রার্থীর জয় নিশ্চিত করতে হবে।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top