বকশীগঞ্জে ভিক্ষুক মুক্ত ও পুনর্বাসন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

S M Ashraful Azom

বকশীগঞ্জে ভিক্ষুক মুক্ত ও পুনর্বাসন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Bakshiganj-on-the-occasion-of-beggar-free-and-rehabilitation

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জের বগারচর ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ও পুনর্বাসন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বগারচর ইউনিয়ন পরিষদের উদ্যোগে নঈমমিয়ার বাজারে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর , একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান প্রমুখ।


অল্প সময়ের মধ্যে কিভাবে বগারচর সহ বকশীগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করা যায় তা নিয়ে বিশদ আলোচনা করা হয়। একই সঙ্গে ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।


বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু বলেন, খুবই অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভিক্ষুক মুক্ত হবে। এ জাতি আর ভিক্ষুকের মত থাকবে না। আমরা দ্রুত বগারচর ইউনিয়নকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করব।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top