বকশীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সভা

S M Ashraful Azom
Bakshiganj Upazila Central Co-operative Society Limited Annual Meeting

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের ৩০ তম বার্ষিক সাধারণ সভা ২৩ এপ্রিল সোমবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা বিআরডিবি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আবু হাসান সিদ্দিকের সভাপতিত্বে উক্ত বার্ষিক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।


উপজেলা পল্লী উন্নয়ন দপ্তরের জুনিয়র অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তৃতা করেন সমাজ সেবক হামিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ও বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের এডহক কমিটির আহবায়ক মোহাম্মদ আবদুল হামিদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম বাবু, গোলাম মর্তুজা প্রমুখ।


সভায় বকশীগঞ্জ উপজেলা সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্য , বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন>>সাপাহারে বরাদ্ধকৃত সোলার লাইট গুলো বন্ধ হতে চলেছে
আয়-ব্যায়ের হিসাব, বার্ষিক প্রতিবেদন, ইউনিয়ন পর্যায়ের সমিতি গুলোর কার্যক্রম আরো জোরদার করা সহ নানা বিষয়ে আলোচনা করা হয়।



#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top