বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করেছেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী ব্যারিস্টার সামির সাত্তার।
গতকাল শনিবার এই সম্ভাব্য এমপি প্রার্থী নিজেকে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক পরিচয়ে নিলক্ষিয়া বাজার, নঈম মিয়ার বাজার মাদারের চর বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ , গণসংযোগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাধারণ মানুষের সাথে আলোচনা করেন বিশ্ব ব্যাংকের এই প্যানেল ল’ইয়ার। ভবিষ্যতে তিনি ভোটার ও সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন। এসময় বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, ব্যবসায়ী খোকন আকন্দ , পৌর কাউন্সিলর মিজানুর রহমান প্রমুখ নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।