শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিধানে সর্বদা সচেষ্ট আওয়ামী সরকার। বর্তমান সরকারের আমলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষ সহ অবস্থানে সুন্দর ভাবে জীবন যাপন করছে। ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের পর জাতিরজনক বঙ্গবন্ধু দেশকে স্বল্প উন্নত দেশে পরিণত করেছিল। ১৯৭৫ পরবর্তী ৯৬ পর্যন্ত অনেক সরকার গঠন করেছিল। তারা দেশকে কিছুই দিতে পারেনি। ৯৬ সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে। তাছাড়া আগামী দিনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে এদেশকে উন্নত দেশে পরিণত করবে। ১৮ এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌরসদরের শ্রী অদ্বৈতানন্দ ঋষিমঠের নবনির্মিত ভবন উদ্ভোধনকালে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন সিকদার উপরোক্ত কথাগুলো বলেন।
আরও পড়ুন>>শুষ্ক মৌসুমের শুরুতেই পানীয়জলের সংকট: বাঁশখালীতে জনজীবন চরম বিপর্যয়ে!
শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ৫৩ তম তিরোধান দিবস উদ্যাপন উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করে ঋষিমঠ কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে আয়োজিত উদ্ভোধনীয় অনুষ্ঠানে উপকূলীয় ডিগ্রী কলেজের অধ্যাপক বাবলা দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী বিবেকানন্দ পুরী মহারাজ। অনুষ্ঠানে মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আরও পড়ুন>>সাপাহারের মিনহাজুল দেশ সেরা ২য় হওয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একান্ত সচিব অরুন কুমার মন্ডল, প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা বাবু গৌরাঙ্গ চন্দ্র মোহান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন উপ-সচিব বাবুল মজুমদার, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা, পুলিশ পরিদর্শন (সিআইডি) চট্টগ্রাম বিভাগ দোলন কুমার বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল, অতিরিক্ত পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) সালাহউদ্দিন হিরা, বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুদ্দীন রবি, রামকৃষ্ণ মিশনের সভাপতি প্রবীর কুমার দাশ, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ গুহ, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম প্রমুখ।
উদ্ভোধনী অনুষ্ঠানের পূর্বে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।