উত্তরপত্র সরবরাহের ডিভাইস ও অর্থসহ গ্রেপ্তার তিনজনকে করেছে পুলিশ

Seba Hot News
উত্তরপত্র সরবরাহের ডিভাইস ও অর্থসহ গ্রেপ্তার তিনজনকে করেছে পুলিশ
সেবা ডেস্ক: - বরগুনায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র সরবরাহের ডিভাইস ও টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯শে এপ্রিল) রাত ১১টার দিকে বরগুনার পৌরসভার কলেজ ব্রাঞ্চ রোড এলাকার একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মোসা. নাজমা বেগম, মোহাম্মদ শামসুদ্দিন এবং মোহাম্মদ আমানুল্লাহ। এদের মধ্যে শামসুদ্দিন এবং আমানুল্লাহ দুই ভাই। আর নাজমা বেগম তাদের অপর আরেক ভাইয়ের স্ত্রী।
এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনার কলেজ ব্রাঞ্চ রোডের একটি বাসায় অভিযান চালায় পুলিশ।

 এ সময় ওই বাসা থেকে পরীক্ষার উত্তর সরবরাহের তিনটি ডিভাইস, একটি হেডফোন এবং নগদ দুই লাখ ১৮ হাজার টাকা জব্দ করা হয়। বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত থাকলে, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top