লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি ॥ ওই শোন দেয় হাঁক নতুনের বাণী,ধুয়ে মুছে যাক নতুনের গ্লানি এই বাহককে বুকে ধারন করে জামালপুরের ইসলামপুর সরকারী কলেজের আয়োজনে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।
বর্ষবরণ উপলক্ষে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন নিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় কলেজ প্রাঙ্গনে গিয়ে পানতা ভাত শুটকির উৎসবে মিলিত হয়।
পরে বঙ্গকলি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বাংলা ও বাঙ্গালী সংগীত অনুষ্ঠান শেষে ইসলামপুর কলেজ রোভার স্কাউট দল সারা বাংলাদেশে অষ্টম স্থান অর্জন করায় এবং সমাজ কর্ম বিভাগের শিক্ষার্থী পায়েল দে রবীন্দ্র সংগীতে বিভাগীয় প্রথম স্থান অধিকার করায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,গভনিং বডির সদস্য আইনজীবি নাছের বাবুল,প্রভাষক রাজা মিয়া,আনিসুর রহমান,মনিরুজ্জামান খান তাদের কৃতিত্বে সংবর্ধনা প্রদান করেন।-