সেবা ডেস্ক:
- কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুলেছিলেন শাহিদ আফ্রিদি। তাঁর টুইটের উত্তরে
মুখ খোলেন শচীন, কোহলি, গম্ভীর, রায়নারাও। এবার মহম্মদ কাইফের একটি
মন্তব্যের উত্তর দিয়ে বিতর্ক আরও বাড়ালেন আফ্রিদি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আফ্রিদির মন্তব্যের জবাবে লিখেছিলেন, পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এমন কথা বলতেন না।
তার উত্তরে আফ্রিদিও জানিয়েছেন, ডাকলেও তিনি আইপিএলে খেলতে আসতেন না। তাঁর কাছে পিএসএলই সেরা। প্রসঙ্গত, গত সোমবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এন কাউন্টারে ১৩ জন পাক জঙ্গি প্রাণ হারিয়েছে।
এর পরদিন মঙ্গলবারে শাহিদ আফ্রিদি টুইট করে লেখেন- ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে।
অবাক হয়ে ভাবি কোথায় গেল জাতিসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?’’
সূত্র: এবেলা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, প্রাক্তন জাতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ আফ্রিদির মন্তব্যের জবাবে লিখেছিলেন, পাকিস্তানের খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পেলে আফ্রিদি এমন কথা বলতেন না।
তার উত্তরে আফ্রিদিও জানিয়েছেন, ডাকলেও তিনি আইপিএলে খেলতে আসতেন না। তাঁর কাছে পিএসএলই সেরা। প্রসঙ্গত, গত সোমবার কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এন কাউন্টারে ১৩ জন পাক জঙ্গি প্রাণ হারিয়েছে।
এর পরদিন মঙ্গলবারে শাহিদ আফ্রিদি টুইট করে লেখেন- ‘‘ভারত-অধিকৃত কাশ্মীরে ভয়াবহ, উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীনতার কণ্ঠস্বর চাপা দিতে দমনমূলক নীতিতে নিরীহদের গুলি করে মারা হচ্ছে।
অবাক হয়ে ভাবি কোথায় গেল জাতিসংঘ, অন্য আন্তর্জাতিক সংস্থাগুলি! কেন এই রক্তপাত থামাতে তারা সচেষ্ট নয়?’’
সূত্র: এবেলা