বাঁশখালীর বরেণ্য আলেম আবদুস সোবহানের জানাজা ও দাফন সম্পন্ন

S M Ashraful Azom

বাঁশখালীর বরেণ্য আলেম আবদুস সোবহানের জানাজা ও দাফন সম্পন্ন

Abdus-Sobhans-funeral-prayer-and-funeral-was-completed-in-Banskhali
শিব্বির আহমদ রানা (বাঁশখালী) চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার প্রবীণ ও বর্ষিয়ান আলেম জলদী বড় মাদরাসার মোহতামিম ও হাটহাজারী মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা আবদুস সোবহান সাহেব হুজুরের নামাযে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। 

১০ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টায় জলদী বড় মাদরাসা মাঠে নামাজে জানাজায় দেশবরেণ্য কয়েক হাজার আলেম ওলামা ও মুসল্লি অংশগ্রহণ করেন। 


জানাজায় ইমামতি করেন মরহুমের মেঝপুত্র মাওলানা আবদুর রহমান। জানাজায় প্রখ্যাত আলেম ও কৈয়গ্রাম মাদরাসার পরিচালক আল্লামা হোসাইন আহমদ, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি নুর আহমদ, চাম্বল আইনুল ইসলাম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল, পীরে কামেল মাওলানা শাহ নুর মোহাম্মদ সরল, মনকিচর মাদরাসার পরিচালক মাওলানা আবু বকর, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা ফিরোজ আহমদ মছরুর, মাওলানা আশরাফ আলী গাজী, সাবেক এমপি ও সাবেক বনপ্রতিমন্ত্রী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নাছির উদ্দীন, মেহেরিয়া মাদরাসার পরিচালক মাওলানা ইসহাক নুর, হেফাজত নেতা মাওলানা মুঈনুদ্দীন রুহী, মাওলানা মোজাম্মেল হক, সাতকানিয়ার মাওলানা লোকমান হাকিম, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা মুফতি ওবায়দুল্লাহ, বড়ঘোনা দিদারিয়া মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ ইসহাক, ছনুয়া মাদরাসার পরিচালক মাওলানা মুফতি আবু তৈয়ব, জালিয়াঘাটা মাদরাসার পরিচালক মাওলানা মোজাম্মিলুল হক, সরল আনছারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা আবদুল মাজেদ, গন্ডামারা মাদরাসার পরিচালক মাওলানা জহুরুল ইসলাম, ইসলামী ঐক্যজোট নেতা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা আতিকুর রহমান জিহাদী, মাওলানা ইউনুস, মাওলানা জমির উদ্দীন জিহাদী, বাণীগ্রাম কনজুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা আবু বকর, নদওয়াতুল উলামা মাদরাসার পরিচালক মাওলানা রুহুল আমিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাকের উল্লাহ নিয়াজী প্রমুখ।


জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে হুজুরের লাশ দাফন করা হয়। উল্লেখ্য, দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। জানাযায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান।


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top