কুড়িগ্রামে ইংলিশে কথা বলার উপর উদবুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি: “ভাল ইংরেজিতে সচেতনতা বিল্ডিং মিশন উজ্জ্বল ভবিষ্যতের সমান” প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামে ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইংলিশে কথা বলার উপর উদবুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১০ এপ্রিল মঙ্গলবার কুড়িগ্রাম ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সার্বিক সহযোগিতায় মাষ্টার মাইন্ড এক্সপ্রেস টু ইমপ্রেস। উক্ত কর্মশালায় আলোচনা সভা উক্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কাদের কাজী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম এম, এ সাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশারফ হোসেন ফারুক, হরিশ্বর তালুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. করিম মোল্লা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) এ,কে,এম আমিরুল হক সরকার, কুড়িগ্রাম জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট্য সাংবাদিক ডা. জি.এম ক্যাপ্টেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী সহ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য মাতৃভাষা বাংলা ও বাংলা বানান শুদ্ধ চর্চার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা (ইংরেজি) শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে নিরলস ভাবে পরিশ্রম করেই চলছেন, ঘোগাদহ মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান।