সেবা ডেস্ক:
-জাহাজে করে চাল পাচার করার অভিযোগে ৬৬ জনকে আটক করেছে ফিলিপাইনের
নৌবাহিনী। এদের মধ্যে ১১ বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। আটক বাংলাদেশিদের
পরিচয় জানা যায়নি।
ফিলিপাইনের কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাতে অলুটাতাঙ্গা শহরের নিকটবর্তী সমুদ্র থেকে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়। আটককৃতদের মধ্যে জাহাজের ক্যাপটেন লিন ইয়াং ইন রয়েছেন। স্থানীয় নৌ-কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন জাহাজের ক্যাপটেন।
এদিকে, নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) এর রিয়ার অ্যাডমিরাল রেনে মেদিনা জানান, নৌবাহিনীর বিশেষ একটি দল এমভি ডায়মন্ড ৮ নামের জাহাজটি থেকে ২৭ হাজার ১৮০ বস্তা চাল জব্দ করে। এর আনুমানিক মূল্য ৬৭.৯ মিলিয়ন পেসো।
তিনি জানান, জাহাজের কর্মচারীদের আটকের পর বিষয়টি বাণিজ্য ও শিল্প বিভাগ, ব্যুরো অব কাস্টম এবং আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্ত ও সনাক্তকরণ গ্রুপকে জানানো হয়েছে।
সূত্র: মিন্দানাও এক্সামিনার
ফিলিপাইনের কর্তৃপক্ষ জানায়, গত শনিবার রাতে অলুটাতাঙ্গা শহরের নিকটবর্তী সমুদ্র থেকে অভিযান চালিয়ে জাহাজটি আটক করা হয়। আটককৃতদের মধ্যে জাহাজের ক্যাপটেন লিন ইয়াং ইন রয়েছেন। স্থানীয় নৌ-কর্তৃপক্ষকে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন জাহাজের ক্যাপটেন।
এদিকে, নেভাল ফোর্স অব ওয়েস্টার্ন মিন্দানাও (এনএফডব্লিউএম) এর রিয়ার অ্যাডমিরাল রেনে মেদিনা জানান, নৌবাহিনীর বিশেষ একটি দল এমভি ডায়মন্ড ৮ নামের জাহাজটি থেকে ২৭ হাজার ১৮০ বস্তা চাল জব্দ করে। এর আনুমানিক মূল্য ৬৭.৯ মিলিয়ন পেসো।
তিনি জানান, জাহাজের কর্মচারীদের আটকের পর বিষয়টি বাণিজ্য ও শিল্প বিভাগ, ব্যুরো অব কাস্টম এবং আঞ্চলিক পুলিশের অপরাধ তদন্ত ও সনাক্তকরণ গ্রুপকে জানানো হয়েছে।
সূত্র: মিন্দানাও এক্সামিনার