নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

S M Ashraful Azom

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় ৪ জন নিহত

4-motorcyclists-killed-in-Narsingdi-bus-crash

সেবা ডেস্ক: নরসিংদীর রায়পুরায় বাসের ধাক্কায় চার মোটর সাইকেল আরোহীর মৃত্যু ও এক পথচারী আহত হয়েছে । ৬ এপ্রিল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার চারারবাঘ এলাকায় একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা হলেন, ইয়ামিন (২৩), ডালিম (১৭), সোহাগ (১৭) ও রমজান (১৭)। তাদের বাড়ি মরজাল বলে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি একেএম কাউছার।

আরও পড়ুন>>একই কেন্দ্রে ৩২ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

পুলিশ সূত্রে জানা যায় , রায়পুরার মরজাল এলাকা থেকে একটি মোটর-সাইকেল নিয়ে ভৈরবের দিকে যাচ্ছিলেন ৪ আরোহী, মোটরসাইকেলটি ভৈরবের সিমান্ত এলাকা চারারবাঘ পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অনন্যা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে এর চার আরোহী মোটরসাইকেল নিয়ে বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রায় ২০ মিনিট সড়কে যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ভৈরব থানায় নিয়ে যায়।

আরও পড়ুন>>প্রশ্ন ক্রয় করার ছদ্মবেশে র‌্যাব

রায়পুরা থানার ভারপ্রাপ্ত অফিসার দেলোয়ার হোসেন জানান, নিহতরা রাজমিস্ত্রির কাজ করতেন। কাজের জন্য তারা ভৈরব যাচ্ছিলেন।

#4-motorcyclists-killed-in-Narsingdi-bus-crash


 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top