কুড়িগ্রামে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

S M Ashraful Azom
35th-anniversary-of-National-Youth-Solidarity-in-Kurigram-is-celebrated

ডাঃ জিএম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি:  শান্তির জন্য পরিবর্তন পরিবর্তনের জন্য জাতীয় পার্টি প্রতিপাদ্য সামনে রেখে কেক কাটা, কর্মী সমাবেশ এবং আনন্দ র‌্যালী উৎসবে জাতীয় যুব সংহতির ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।

জাতীয় যুব সংহতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে গতকাল ২ এপ্রিল  রোজ সোমবার দিন ব্যাপী।  যুব সংহতির আহবায়ক এম এ ওহাব আপ্পি নেতৃত্বে জোড়ালো ভূমিকা রাখেন যুব সংহতি সদস্য সচিব মো. জামাল উদ্দিন যুগ্ম আহবায়ক মো. ইকবাল হোসেন, মো. রানু মিয়া, এজাজুল হক, চন্দন কুমার, শামীম, আব্দুল হক, লাভলু মিয়া, শহিদুল,  প্রমুখ।

আরও পড়ুনঃ আজ প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ

এছাড়াও  কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় চীফ হুইপ  আলহাজ্ব তাজুল ইসলাম চৌধুরী প্রতিনিধি ও   কুড়িগ্রাম জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আমিনুর ইসলাম যুগ্ম আহবায়ক এস কে বাবু, নবাব আলী, আনারুল ইসলাম, গোবিন্দ, বাবু, মমিনুর, উপজেলা সভাপতি সাইদুল সদস্য পরিতোষ, আমিনুল, সন্ডে, শামছুজ্জাহান সাজু চৌধুরী, দপ্তর সম্পাদক পলাশ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ শ্রীবরদীতে কৃষিবিদ আসম হোসন আল ফারুক ডিউনের গণসংযোগ॥ মতবিনিময়

উল্লেখ্য প্রায় দুই হাজার যুব সংগতি নেতাকর্মী  আনন্দ র‌্যালিতে অংশগ্রহন করে কুড়িগ্রাম জেলায় ব্যপক আলোরন সৃষ্টি করেছে।-
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top