বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় জন প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

S M Ashraful Azom

বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় জন প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

representatives in the management of community clinics in Bakshiganj

সেবা ডেস্ক:  জামালপুরের বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি ভূমিকা নিয়ে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ গতকাল মঙ্গলবার শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় এবং আরসিএইচসিআইবি (কমিউনিটি ক্লিনিক প্রকল্প) কর্তৃক আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

আরও পড়ুনঃ বকশীগঞ্জে বিশ্ব যক্ষা দিবস-২০১৮ পালিত

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল আলমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. হোসনে মোবারক, মেডিকেল অফিসার ডা. জাহিদুল আরেফিন, যক্ষা ও পুষ্ট নিয়ন্ত্রণ সহকারী আব্বাছ আলী , বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক তালুকদার, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।


আরও পড়ুনঃ জামালপুরে ২৭0 টির অধিক কমিউনিটি ক্লিনিক বন্ধ

কমিউনিটি ক্লিনিক রক্ষণাবেক্ষণ, পরিচালনা, সংস্কার, সেবা প্রদানের নিশ্চিত করা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে, বাট্টাজোড় ইউনিয়ন ও ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ইউপি সদস্য সদস্য ২৮ জন অংশ গ্রহণ করেন।

 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top