সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি উক্ত ভবনের উদ্বোধন করেন।
জামালপুর গণপূর্ত বিভাগের সার্বিক তত্ত্বাবধানে ৬৬ লাখ টাকা ব্যায়ে নির্মিত ওই ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লোকমান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান সিদ্দিক , বকশীগঞ্জ থানার ওসি আসলাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। -