সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে মাদক,জুয়া ,সন্ত্রাস , নারী নির্যাতন ও জঙ্গীবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং বিষয়ক মতিবিনিময় সভা শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে বকশীগঞ্জ সদর ইউনিয়নের সূয্যনগর ঈদগাঁ মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
অনুষ্ঠানে এসময় বক্তৃতা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, সাবেক পিপি ও জিপি অ্যাডভোকেট খাজা নাজিম উদ্দিন, সাবেক পিপি অ্যাডভোকেট মাহফুজুর রহমান মন্টু, নঈম মিয়া বাজার শাখা পোষ্ট মাস্টার আবদুল মোতালেব, ইজারাদার আনিছুজ্জামান প্রমুখ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক সহ বিভিন্ন পেশার মানুষ অংশ গ্রহণ করেন।