শ্রীবরদীতে প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

S M Ashraful Azom
Distribution of educational materials among the prohibited students in Sreebardi
প্রতিবন্দ্বী শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম
ফরিদ আহম্মেদ রুবেল, শ্রীবরদী  (শেরপুর) প্রতিনিধি:শ্রীবরদীতে প্রতিবন্দ্বী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের উত্তর ষাইটকাকড়া এ.আর প্রতিবন্দ্বী বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীদের মাঝে পাঠ্যক্রমের সহযোগী বই, খাতা, কলম বিতরণ করা হয়।


প্রতিবন্দ্বী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম, আশিকুর রহমান, আনোয়ার হোসেন (বেলুছ) শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবন্দ্বী শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম ও প্রতিষ্ঠাতা নেতৃবৃন্দরা।

ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top