বকশীগঞ্জে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
বকশীগঞ্জ সংবাদদাতা: জামালপুরের বকশীগঞ্জের আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের প্রথম ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও অত্র কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গাজী মো. আমানুজ্জামানের মাতা আম্বিয়া আখতারুন্নেছার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে কলেজ মিলনায়তনে বিদায় ও দোয়া অনুষ্ঠানে উক্ত কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন জামালপুর রেসিনেশিয়াল মডেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবদুর রাজ্জাক।
আরও পড়ুনঃ সোস্যাল মিডিয়ায় সক্রিয় প্রশ্ন ফাঁসকারী প্রতারক চক্র।। সতর্ক থাকার পরামর্শ
কলেজের প্রভাষক পাবেল মিয়ার সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক আবদুর রশিদ, চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম , নেত্রকোনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, কলেজের জমিদাতা মনোয়ারা বেগম , সাংগঠনিক কমিটির সদস্য গাজী মো. আজাদুজ্জামান প্রমুখ।
কলেজ সূত্রে জানা যায়, ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ১৬৯ জন শিক্ষার্থী অংশ নেবেন।
দোয়া পরিচালনা করেন বকশীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মওলানা মোহাম্মদ আলী।
#HSC_Exam_2018