ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করলেন মুজিবুল হক চৌধুরী

S M Ashraful Azom

ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ মিনার স্থাপন করলেন মুজিবুল হক চৌধুরী

established Shaheed Minar at the initiative of Union Parishad
নবনির্মিত শহীদ মিনারে পুষ্পার্পন করেছেন চাম্বল ইউপি চেয়ারম্যান ও অথিতি বৃন্দ
শিব্বির আহমদ রানা, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়ন পরিষদে নবনির্মিত শহিদ মিনারে স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প অর্পনের মধ্য দিয়ে শহীদ মিনারের শুভ উদ্ধোধন করেন। 


বাঁশখালীতে ইউনিয়ন পরিষদে প্রথমবারের মতো শহীদ মিনার স্থাপন করেন বাঁশখালী চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক ও চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী। চাম্বল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৬ মার্চ সোমবার আয়োজিত শহীদ মিনার উদ্ভোধন পরবর্তী স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা পরিচালনা করেন এস.এম.ওবাইদুল ইসলাম চৌধুরী। 



মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হাসানুল ইসলাম চৌধুরী পিপুল। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আনোয়ারা কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক শেখ ফরিদ।পুঁইছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান চৌধুরী। শেখেরখীল ইউপি চেয়ারম্যান মুহাম্মদ ইয়াছিন। বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল অদুদ লেদু। ছনুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বশর। চাম্বল ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ নূর, ইউপি সদস্যা তছলিমা বেগম সহ প্রমূখ।


আরও পড়ুনঃআদালতের রায় অমান্য করে জায়গা দখলের চেষ্টা

আলোচনা সভায় বক্তারা বলেন, বাঁশখালী উপজেলায় চাম্বলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো শহীদদের সম্মানে স্মৃতিসৌধ নির্মান সত্যিই প্রশংসার দাবীদার। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম বাঁশখালী ১০ নং চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর উদ্যোগে ইউনিয়ন পরিষদে নবনির্মিত শহীদ মিনারে ২৬ মার্চ স্বাধিনতা দিবস উপলক্ষে পুষ্পার্পন করলেন। চেয়ারম্যানের স্ব উদ্যোগে পরিষদের চাম্বল বাজারস্থ প্রধান সড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে আট স্পটে সিসি ক্যামরা স্থাপন করেন।
 -

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top