গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির উদ্যোগে দিন ব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা বিএনপির নেতাকর্মীর ও জনসাধারনের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাবেক তিন বারের সফল এমপি নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী।এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান ছাদরুল আমীন,সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান,আমিনুল ইসলাম,এমরান,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা,সম্পাদক আব্দুল মান্নান,সাপাহার উপজেলা ছাত্রদল সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল,আক্তার,নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সম্পাদক মোবাশ্বের,মাসুদ, স্বপণ,বিদ্যুৎ,তিতাস প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবি জানান।