গোলাম মোস্তফা রাঙ্গা: ২৩ মার্চ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ২য় ধাপ জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের কোর্সের সমাপনি অনুষ্ঠান কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ভাতাদি বিতরণ করেন নাগেশ্বরী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রতন কুমার রায়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুভাস চন্দ্র বর্ম্মন, কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, ব্যাটালিয়নের পিসি জুলহাজ উদ্দিন, মনিটরিং মাঠকর্মী মজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাব রক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। ২১দিন মেয়াদি ১ম ধাপ অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সটি শুরু হয় ৩ মার্চ। কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলার ৯০ জন সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। উক্ত প্রশিক্ষণসমূহে বিভিন্ন প্রশিক্ষণ দিবসে আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক অতিথি বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুর রাশিদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই সরকার, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক উলিপুর শাখার ব্যবস্থাপক আবু সালেহ মোঃ বায়েজীদ হোসাইন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রামের উপ-সহকারী পরিচালক মোঃ মঞ্জিল হক।
-