আদালতের রায় অমান্য করে জায়গা দখলের চেষ্টা, পৌর কাউন্সিলের বাড়িতে হামলা
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদী পৌরসভা এলাকায় বিজ্ঞ আদালতের দেওয়া রায়কে অমান্য করে জোর পূর্বক জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার(১৬ মার্চ) রাত সাড়ে ৭টায় ওই জায়গার উপরিস্থিত পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলা কুমার দাশের বাড়িতে হামলা করে বাড়ির মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে দেওয়া সহ নগদ ৫ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। বাঁশখালী প্রধান সড়ক সংলগ্ন পৌরসভার দক্ষিণ জলদী এলাকায় একটি জায়গার মালিকানা দাবী করে স্থানীয় পৌর কাউন্সিলর বাবলা কুমার দাশ ও স্থানীয় ডা. নায়রন দাশের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এরই প্রেক্ষিতে শুক্রবার ডা. নারায়ন দাশের লোকজন বাবলা দাশের বাড়িতে সদলবলে হামলা করে। বাবলা দাশ জানান, তারা প্রথমে দা কিরিছ নিয়ে আমার বাড়ির ফটকে প্রবেশ করেন। প্রথমে বিদ্যুতের মিটার ভেঙ্গে বিদ্যুৎ লাইনচ্যুত করে বাড়ির ২য় তলায় উঠে ডা. নারায়ন দাশ গং আমার বাড়ির মালামাল লুট করে নগদ ৫ লক্ষ টাকা নিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট পুড়ে দেয়। তিনি আরো জানান, গত ৫ ফেব্রুয়ারীতে তারা আমার কার্যালয় ভাংচুর সহ সাইনবোর্ড উঠিয়ে নেয়। এ ব্যাপারে ৪৩১৭/১০৭ ধারায় মামলা চলমান। আমি গত শুক্রবারে সংঘটিত ঘটনাটি বাঁশখালী উপজেলা নির্বাহি কর্মকর্তাকে জানালে তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।